ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর স্ট্রোকে ছেলের মৃত্যু

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

মার্চ ২৪, ২০২৫, ১২:২২ এএম

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর স্ট্রোকে ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হওয়ার পর স্ট্রোকে মারা গেছেন অভিযুক্ত ছেলে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) ওই গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে, আর তার বড় ছেলে রুবেল মোল্লা (৩৩) ঘটনার পর স্ট্রোকে মৃত্যুবরণ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের একপর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বাবার মৃত্যুর খবর শুনে রুবেল মোল্লা আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আয়নাল হক মাদবর বলেন, “সন্ধ্যায় ইফতারের দাওয়াত ছিল আমার। দাওয়াত থেকে ফেরার পথে জানতে পারি, রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেনকে কুপিয়ে আহত করেছেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, রুবেল মোল্লার মৃত্যুর কারণ স্ট্রোক বলে শুনেছি।”

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, “ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলেও মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।”

ইএইচ

Link copied!