ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, বেতন-বোনাস পরিশোধের আশ্বাস

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৫, ১১:০৬ পিএম

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, বেতন-বোনাস পরিশোধের আশ্বাস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি নীট কারখানার শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকালে শুরু হওয়া এই বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত চলমান ছিল।

ভুক্তভোগী শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কামরাঙ্গীচালা এলাকায় অবস্থিত হ্যাগ নীট ওয়্যার নামের একটি কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। বেশ কয়েক মাস ধরে বেতন-বোনাস পরিশোধ না করায় শ্রমিকরা অসন্তুষ্ট ছিলেন। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় এসে ফটকে তালা ঝুলতে দেখেন। এরপরই তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দেন। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি, আগামীকাল বুধবার সকাল পর্যন্ত তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যাবেন। শ্রমিকদের অবস্থানের কারণে কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সেলিম বলেন, "শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকরা তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন।"

এদিকে, শিল্প পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে, দ্রুত তাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা হবে।

ইএইচ

Link copied!