ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শরীয়তপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

মার্চ ৩০, ২০২৫, ১০:৪৫ পিএম

শরীয়তপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামে লুৎফর রহমান সিকদারের বাড়ির প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন লুৎফর রহমান সিকদার, এবং সঞ্চালনা করেন কাজী নিলিম হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টো মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহামুদুল হাসান মজুমদার, মো. মহিবুল সাজ্জাদ রোমান, মো. সবুজ মজুমদার, মোহাম্মদ চানমিয়া, মো. খালেক সরদার, মো. খলিল সরদার ও মো. বশির সরদার।

এছাড়াও বক্তব্য দেন- মো. হেলাল মজুমদার, মো. সোহাগ ছৈয়াল, মো. শাহিন মীর, মো. মিন্টু, শাহাদাৎ হোসেন, মো. উজ্জ্বল বেপারী, আলী আহম্মদ সরদার, খায়রুজ্জামান মজুমদার ও মো. জহির রায়হান সাগর সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান। তারা বলেন, "মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সবাইকে একসঙ্গে কাজ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে।"

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, "মাদকের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক প্রতিরোধ আরও জোরদার করতে হবে।"

সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন এবং প্রশাসন, পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন।

ইএইচ

Link copied!