ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সবার ঈদ পরিবারের সঙ্গে, তাদের ঈদ রাষ্ট্রের নিরাপত্তায়

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

মার্চ ৩১, ২০২৫, ০৯:০৬ পিএম

সবার ঈদ পরিবারের সঙ্গে, তাদের ঈদ রাষ্ট্রের নিরাপত্তায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যখন সারা দেশের মানুষ আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত, তখন রাষ্ট্রের নিরাপত্তায় নিবেদিতপ্রাণ হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের একদল আনসার ব্যাটালিয়ন সদস্যরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন না, পরিবারের সঙ্গে বসে ঈদের খাবার খাওয়ার সুযোগ পান না, এমনকি ঈদের নামাজ পড়তেও যেতে হয় দায়িত্বের তাগিদে। তারা নিরলসভাবে কাজ করে যান সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে।

শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা সতর্ক অবস্থানে থাকেন। দিন-রাত সমান তালে দায়িত্ব পালন করেন, যেন সাধারণ মানুষ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারেন। দায়িত্ব পালনের তাগিদে তারা ভুলে যান ব্যক্তিগত ঈদের আনন্দ, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হন।

শরীয়তপুর পৌরসভা ঈদগাহ মাঠের প্রধান ফটকে দায়িত্ব পালনকারী এক আনসার ব্যাটালিয়ন সদস্য বলেন, ‘প্রথম যখন চাকরি শুরু করেছিলাম, পরিবারের সঙ্গে ঈদ করতে না পারায় খুব কষ্ট লাগত, কান্না আসত। কিন্তু পরে বুঝেছি, আমরা যদি দায়িত্ব পালন না করি, তাহলে নিরাপত্তা দেবে কে? এখন আর খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে।’

নিরাপত্তা দায়িত্বে থাকা আরেকজন আনসার ব্যাটালিয়ন সদস্য বলেন, ‘ঈদের দিনে পরিবারের সঙ্গে হাসিমুখে বসে খাবার খাওয়া, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ নেই আমাদের। কারণ আমরা রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত। প্রথমদিকে অনেক কষ্ট লাগলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অভ্যাস হয়ে গেছে। সবার ঈদ কাটে পরিবারে, আমাদের ঈদ কাটে দায়িত্বের পাহারায়।’

রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নিজেদের ব্যক্তিগত আনন্দ বিসর্জন দেওয়া এসব আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা মনে করেন, এই আত্মত্যাগের কারণেই ঈদের দিন সবাই নিরাপদে ও নিশ্চিন্তে উৎসব উদযাপন করতে পারেন।

ইএইচ

Link copied!