ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

জমি নিয়ে বিরোধে জেরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত, ঘরবাড়ি লুটপাট

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৫, ১১:৩২ এএম

জমি নিয়ে বিরোধে জেরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত, ঘরবাড়ি লুটপাট

শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ আকবর সিকদার নামে একজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

হামলায় মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার ও তার ছেলে আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন এবং সাখাওয়াত হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।

লুটপাটের ঘটনাটি বুধবার ভোরে উপজেলার চরভাগা ইউনিয়নের মধ্য ঢালীকান্দি এলাকায় ঘটে। এর আগে, সোমবার সকালে অভিযুক্তরা মুক্তিযোদ্ধা রশিদ সিকদার ও তার পরিবারের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- চরভাগা ইউনিয়নের মধ্য ঢালীকান্দি গ্রামের মৃত হজরত আলী সিকদারের ছেলে জব্বার সিকদার (৪৫), আকবর সিকদার (৪২), খালেক সিকদার (৬০), খালেক সিকদারের ছেলে আফজাল সিকদার (৩৭), তৈয়ব আলী সিকদার (৪০), জব্বার সিকদারের ছেলে সাকিব সিকদার (২১), সালমান সিকদার (১৯), এবং মোছা. কুলসুম বেগম, মোছা. মাহমুদা বেগম ও মোছা. নাবিলা সিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের মধ্য ঢালীকান্দি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদারের সঙ্গে প্রতিবেশী জব্বার সিকদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদ উপলক্ষে রশিদ সিকদারের ছেলেরা বাড়িতে এলে রোববার বিকেলে তারা ফসলি জমি মাপজোখ করতে যান। এ সময় জব্বার সিকদার বাধা দেন, যার ফলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর রশিদের ছেলেরা পুলিশকে বিষয়টি জানান।

সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এতে ক্ষুব্ধ হন জব্বার সিকদার ও তার পরিবারের সদস্যরা। এর জের ধরে সোমবার সকালে তারা রশিদ ও তার ছেলেদের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় মুক্তিযোদ্ধা রশিদ সিকদার ও তার ছেলে আলমগীর হোসেনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রশিদ সিকদারকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। আহত জাহাঙ্গীর হোসেন ও সাখাওয়াত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার পর বুধবার ভোরে মুক্তিযোদ্ধা রশিদ সিকদারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের তালা ভেঙে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার বলেন,  “দীর্ঘদিন ধরে জব্বার সিকদারের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ঈদের দিন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জব্বার সিকদার ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। আমার চিৎকার শুনে ছেলেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে থানায় জানাই। পুলিশ এসে পরিস্থিতি দেখে। পরে আমি হাসপাতালে ভর্তি হই, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আমাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। আমার পুরো পরিবার ঢাকায় থাকায় এই সুযোগে বুধবার সকালে আমাদের ঘরের তালা ভেঙে জব্বার সিকদারের লোকজন লুটপাট চালায়। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।”

মারধরের অভিযোগ সম্পর্কে জানতে জব্বার সিকদারের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, “একজন মুক্তিযোদ্ধার সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এই অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

ইএইচ

Link copied!