ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পাশে ব্যারিস্টার ইশরাক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৫, ০১:২৯ পিএম

বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পাশে ব্যারিস্টার ইশরাক

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাজার ও বাগাম্বর এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি সরেজমিনে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তরা বন বিভাগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা দীর্ঘ ৪০ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন, অথচ হঠাৎ করেই তাদের উচ্ছেদ করা হয়েছে, যার ফলে তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করেন।

ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আলোচনা করে সুপারিশ করবেন, যেন বন বিভাগ এ এলাকায় আর কোনো নতুন উচ্ছেদ অভিযান পরিচালনা না করে এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নেয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল মণ্ডল, মেহেরুল ইসলাম বকসী মুরাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন দেওয়ানসহ আরও অনেকে।

ক্ষতিগ্রস্তরা বিএনপি নেতার এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের দুঃসময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইএইচ

Link copied!