ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

করিমগঞ্জে ছিনতাই চক্রের প্রধান ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৫, ০৭:৩১ পিএম

করিমগঞ্জে ছিনতাই চক্রের প্রধান ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত চিহ্নিত অপরাধী মো. পামিন খান (৩৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোরশেদ।

আটককৃত পামিন খান করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মদন গ্রামের মৃত ফজলুর রহমান খানের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি উঠতি বয়সী যুবকদের নিয়ে একটি ছিনতাই চক্র গড়ে তুলেছিলেন এবং নিজেই ওই চক্রের প্রধান হিসেবে নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। এর আগেও মাদক ব্যবসার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল।

গ্রেপ্তারকালে পামিন খানের বাড়ি থেকে পুলিশ বিভিন্ন নামে-বেনামে ব্যবহৃত ২০০টিরও বেশি মোবাইল সিম উদ্ধার করেছে। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং তার নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অবশেষে তার অপরাধ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে স্থানীয় বাসিন্দারা মদন এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, পামিন খানের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনের ৩ ধারায় আরও দুটি মামলা (সিআর-২৭৬(১)২৪ ও ৯১(১)২৪) রয়েছে, যেখানে তার দুই স্ত্রী পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন। উভয় মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

ওসি মাহমুদ মোরশেদ জানান, আটক পামিন খানকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!