ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পাবনায় আবারও শুরু হয়েছে অবৈধ বালু উত্তোলন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

এপ্রিল ৭, ২০২৫, ১২:২২ পিএম

পাবনায় আবারও শুরু হয়েছে অবৈধ বালু উত্তোলন

পাবনার নগরবাড়িতে স্থানীয় এক নেতার নেতৃত্বে আবারও নির্ভয়ে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাময়িক বন্ধ থাকলেও এখন দিন-রাত অব্যাহতভাবে চলছে এই কার্যক্রম।

অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের কবলে পড়ে প্রতিবছর বিলীন হচ্ছে ফসলি জমি। রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত এ কার্যক্রম বন্ধে প্রশাসনের তেমন কোনো কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব বালু মহলের নেতৃত্ব দিতেন। কিন্তু বর্তমানে অনেকে পলাতক থাকলেও কিছু ব্যক্তি স্থানীয় নেতাদের ছায়ায় আবারও নতুন করে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রতিদিন একেকটি পয়েন্ট থেকে লাখ লাখ টাকার বালু উত্তোলন ও বিক্রি হচ্ছে। বালু বোঝাই ট্রাকগুলো প্রশাসনের সামনে দিয়েই অনায়াসে চলাচল করছে, কিন্তু তাদের থামানোর কেউ নেই।

নদীপারের কৃষকরা জানান, শুষ্ক মৌসুমে তারা নদীর চরে বাদামসহ বিভিন্ন ফসল আবাদ করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে বালু উত্তোলনের কারণে সেই সুযোগও হারিয়ে ফেলেছেন। বালু উত্তোলন শুরু হওয়ামাত্রই ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে, আর রাস্তাঘাটও বেহাল হয়ে পড়েছে।

কৃষকদের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদেরকেই বালু মহল থেকে মামলার ভয় দেখানো হয়, এমনকি গ্রেপ্তার করার হুমকিও দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।

ইএইচ

Link copied!