ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

এপ্রিল ৮, ২০২৫, ১১:৫৩ পিএম

মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহের মহেশপুরে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮) এবং মংলা রায়ের ছেলে বিধান (১৭)।

আহতরা হলেন— নিহতদের মোটরসাইকেলের চালক সাজু, আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের হুসাইন (১৯), আলামপুর গ্রামের সামাউল (১৯) এবং একই গ্রামের সিয়াম (১৮)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কৃষ্ণচন্দ্রপুর বাস স্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং বাকিরা গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!