ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পাথরঘাটায় অর্ধশত জেলে গুলিবিদ্ধ, মাছসহ রসদ সামগ্রী লুট

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৫:৫১ পিএম

পাথরঘাটায় অর্ধশত জেলে গুলিবিদ্ধ, মাছসহ রসদ সামগ্রী লুট

বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বড় বাইজদা এলাকায় মাছ ধরা ট্রলারে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশত জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা মাছসহ রসদ সামগ্রী লুট করে নিয়ে যায় জলদস্যু বাহিনী। তবে জলদস্যু বাহিনীর নাম জানা যায়নি।

বুধবার গভীর রাতে এ গণ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

ডাকাতি হওয়া ট্রলারের মধ্যে পাথরঘাটার সগির কোম্পানির মালিকানা এফবি তারেক-২, এফবি তুফান-২ ও সেলিম চৌধুরীর মালিকানা এফবি মা ট্রলার রয়েছে। এ সময় অন্তত ১০টি ট্রলারে ডাকাতি সংঘটিত হওয়ার সংবাদ পাওয়া যায়। এতে শতাধিক জেলের মধ্যে অর্ধশত জেলে গুলিবিদ্ধ ও মারধরে আহত হয়েছেন। জেলেদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

এফবি মা ট্রলারের মাঝি মনির হোসেনের বরাত দিয়ে মালিক সেলিম চৌধুরী বলেন, বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ স্বশস্ত্র হামলা চালায় জলদস্যু বাহিনী। এ সময় জেলেরা বাঁধা দিলে জেলেদের ট্রলারে উঠে মারধর করে এবং দূর থেকে গুলি ছোড়ে। এতে দশটি ট্রলারের অন্তত ৫০ জন জেলে গুলিবিদ্ধ হয়। প্রত্যক্ষদর্শী একাধিক ট্রলারের জেলেরা আমাদের ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন বাহিনী জলদস্যুতা করেছে, তাদের নাম পাওয়া যায়নি। এ ঘটনার পর আসেপাশের সকল ট্রলার স্থান থেকে সরে গেছে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমাদের জেলেদের সাথে যোগাযোগ করতে পারিনি, তারা নেটওয়ার্কের বাহিরে আছে। জেলেদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি। এখন পর্যন্ত তারা কি অবস্থায় আছে বা চিকিৎসা নিতে পেরেছে কিনা এমন কোন খবর পাওয়া যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, স্বশস্ত্র ডাকাতরা মালামাল লুট করে ট্রলারের ইঞ্জিন বিকল করে দিয়েছে। এছাড়াও ওয়্যারলেস নিয়ে গেছে। ডাকাতির শিকার জেলেরা ভ্যাসেল জাহাজের মাধ্যমে উপকূলে সংবাদ পাঠিয়েছে। তবে ডাকাতি হওয়া ট্রলারগুলো এখন কোন অবস্থায় কোথায় আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনা শোনার পর তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ সুপার এবং কোস্টগার্ডকে অবহিত করেছি। ডাকাতি হওয়া জেলেদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

বরগুনা জেলা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, মালিকদের পক্ষ থেকে খবর আমরা জানতে পেরেছি। এনিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে দক্ষিণ জোন ভোলা কোস্টগার্ডের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!