ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

অভয়নগরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪১ পরীক্ষার্থী

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৭:২২ পিএম

অভয়নগরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪১ পরীক্ষার্থী

যশোরের অভয়নগরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিতদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই ছিল বেশি।

বাল্যবিবাহ ও জীবিকা নির্বাহের কাজে জড়িয়ে পড়া অনুপস্থিতির সম্ভাব্য কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের বহিষ্কার ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভয়নগরে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য মোট সাতটি কেন্দ্র নির্ধারিত ছিল। এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৭৯৬ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪১ জন—এর মধ্যে ৩০ জন ছাত্রী এবং ১১ জন ছাত্র।

বিশদ বিবরণ অনুযায়ী, এসএসসি পরীক্ষার চারটি কেন্দ্রে ২ হাজার ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন অনুপস্থিত ছিলেন (ছাত্রী ১৮, ছাত্র ৪ জন)। দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রে ৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯ জন (ছাত্রী ১২, ছাত্র ৭ জন)। তবে কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার একটি কেন্দ্রে ৭৭ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক এস.এম. ফারুক আহমেদ বলেন, “অনুপস্থিতির পেছনে অভিভাবকদের সচেতনতার অভাব অন্যতম কারণ। মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ এবং ছেলেদের ক্ষেত্রে জীবিকার তাগিদে কাজে জড়িয়ে পড়াও এ অনুপস্থিতির প্রধান কারণ হতে পারে।”

ইউএনও জয়দেব চক্রবর্তী বলেন, “অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।”

ইএইচ

Link copied!