Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

চট্টগ্রামে চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ দুই নারী যাত্রী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

এপ্রিল ২০, ২০২৫, ০২:০৫ পিএম


চট্টগ্রামে চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ দুই নারী যাত্রী

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় একটি চলন্ত সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দুই নারী যাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। অটোরিকশার চালক দাবি করেছেন, তার গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুঁড়ে মারে।

রোববার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আতুরার ডিপো এলাকার চামড়া গুদামের সামনে এ হামলার ঘটনা ঘটে।

দগ্ধ দুই নারী হলেন—রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা (৫০) এবং জানালীহাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সিএনজি চালক মো. জমির জানান, ভোরে যাত্রীরা কুতুবদিয়ার মালেক শাহ দরবারে যাওয়ার পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন ব্যক্তি গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পাঁচ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হন। সৌভাগ্যক্রমে সিএনজির গ্যাস সিলিন্ডারের লাইন কেটে দেওয়ায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেনি।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “ভোরে দগ্ধ অবস্থায় দুই নারীকে হাসপাতালে আনা হয়। তারা বর্তমানে ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আনা ব্যক্তিরা জানিয়েছেন, অটোরিকশায় পেট্রোল বোমা ছোঁড়া হয়েছিল।”

এ ঘটনায় জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ইএইচ

Link copied!