অভয়নগর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫, ০৯:১২ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫, ০৯:১২ পিএম
যশোরের অভয়নগর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, পায়রা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিলন সরকার, গণমাধ্যম প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল মোল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া পৌরসভার সচিব সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার প্রমুখ।
এর আগে একই মিলনায়তনে বর্তমান সরকারের তিন উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবদের ভবদহ এলাকা পরিদর্শন উপলক্ষে নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে অভয়নগরের ভবদহ এলাকা পরিদর্শন করবেন তারা।
আরএস