চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৮:৩২ পিএম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৮:৩২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)।
জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সূধীজনদের মধ্যে বক্তব্য দেন— জেলা জামায়াতের আমীর মো. আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেশুর রহমান, সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হক বুলু বিশ্বাস, বিএনপি নেতা রুফকুল ইসলাম বুলবুল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি।
বক্তারা সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসরসহ মাদক, সন্ত্রাস, ককটেলবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখার দাবি জানান। এ সময় পুলিশের পক্ষ থেকে এসব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।
ইএইচ