ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

এপ্রিল ২৮, ২০২৫, ০২:২০ পিএম

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা-এর উদ্যোগে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পাঠক মেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

তিনি বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভিশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা সাংবাদিকরা কোনো রাজনীতি বুঝি না, আমরা বুঝি সাংবাদিকতা। আমাদের বার বার রাজনৈতিক রোষানলে পড়তে হয়। রাজনীতির মঞ্চ থেকে বলা হয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে, কিন্তু আমরা তো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারছি না। কারও বিরুদ্ধে সংবাদ হলে তিনি সংশোধন না হয়ে উল্টে সাংবাদিকদের বিরুদ্ধাচরণ করে।"

"সাংবাদিকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আবারো হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে কোনো কিছুর সমাধান হবে না, বরং থলের বিড়াল বের হয়ে আসবে। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে জানান।"

৭১ টিভির বিরুদ্ধে মামলাটি দ্রুত প্রত্যাহার না হলে, সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত থেকে বক্তৃতা দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, মানবজমিন ও একুশে টিভির স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের সহসম্পাদক মখলেছুর রহমান খান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কালেরকন্ঠের প্রতিনিধি প্রবির সাহা, ঢাকা পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত, আমার সংবাদের সফিক ইসলাম।

এছাড়া মহিলা নেত্রী ফারহানা পারভীন, সুবর্ণা হালিম, স্বেচ্ছাসেবক দলের কমল শেখ টিটু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, স্পষ্টবাদী পত্রিকার সাংবাদিক রবিউল রনি, সহ পাবনায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!