ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

উত্তম আচরণ সবচেয়ে বড় ইবাদত: ইউএনও নাজমুন নাহার

মেহেদী হাসান ভাঙ্গুড়া, (পাবনা)

মেহেদী হাসান ভাঙ্গুড়া, (পাবনা)

এপ্রিল ৩০, ২০২৫, ০২:১৮ পিএম

উত্তম আচরণ সবচেয়ে বড় ইবাদত: ইউএনও নাজমুন নাহার

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেছেন, “মানুষের সাথে উত্তম আচরণ করাই সবচেয়ে বড় ইবাদত। মিথ্যাচার, হিংসা-বিদ্বেষ, পরনিন্দা, অন্যকে কষ্ট দেওয়া বা আঘাত করা — এসব নিন্দনীয় কাজ থেকেই সন্ত্রাসের জন্ম হয়।”

তিনি বলেন, “ধর্মের নামে হাদিস ও কোরআনের অপব্যাখ্যা দেওয়া, মুসলিম হয়ে অন্য মুসলমান ভাইয়ের ওপর হামলা চালানো ইসলাম সমর্থন করে না। ইসলাম কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না বরং অন্য ধর্মের মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতেও উদ্বুদ্ধ করে।”

মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের "ওরিয়েন্টেশন কোর্স–২০২৫" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও আরও বলেন, “সমাজ ও রাষ্ট্রে মানুষের কল্যাণে সবাইকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। সন্তানেরা যেন মাদকাসক্তি, চুরি, মিথ্যাচার কিংবা সহিংসতায় না জড়ায়, সে বিষয়ে পরিবারকেই সচেতন থাকতে হবে। ধূমপান, মাদক গ্রহণের মতো খারাপ অভ্যাস থেকেই সমাজে অপরাধ ও সন্ত্রাস জন্ম নেয়।”

তিনি ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইমাম সাহেবরা সমাজে সম্মানিত। তাই জুমার খুৎবায় সমাজিক সমস্যা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কোরআন-হাদিস ভিত্তিক বক্তব্য দেওয়া উচিত।”

মানুষের সাথে উত্তম আচরণের গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন, “আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষ সহজে ক্ষমা করে না। তাই কারও প্রতি অন্যায় না করে উত্তম আচরণ করার মাধ্যমে সবার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. রজব আলী। সঞ্চালনায় ছিলেন মডেল মসজিদের কেয়ারটেকার মুহাম্মদ আশেকে এলাহী।

এছাড়াও বক্তব্য দেন—ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. মাহবুব-উল-আলম (বাবলু), উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. আমিনুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. উজ্জ্বল হোসেন।

উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেন। "সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভাঙ্গুড়া উপজেলা ইসলামী ফাউন্ডেশন।

ইএইচ

Link copied!