কুষ্টিয়া প্রতিনিধি:
এপ্রিল ৩০, ২০২৫, ০৪:১৭ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি:
এপ্রিল ৩০, ২০২৫, ০৪:১৭ পিএম
কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম ওই এলাকার মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে।
জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে নিজের জমিতে ধান কাটতে যান জহুরুল। তখন থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি জমিতে লুটিয়ে পড়েন। স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘দুর্ঘটনাস্থলে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’
প্রসঙ্গত, প্রতি বছরই ধান কাটা মৌসুমে বজ্রপাতের ঝুঁকিতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কাজ করার সময় বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
বিআরইউ