Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫,

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে চাকরির মেলা অনুষ্ঠিত

কে এম সালেহ, ঝিনাইদহ

কে এম সালেহ, ঝিনাইদহ

এপ্রিল ৩০, ২০২৫, ০৬:৫২ পিএম


ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে চাকরির মেলা অনুষ্ঠিত

কারিগরি ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে ঝিনাইদহে দিনব্যাপী “জব ফেয়ার” শীর্ষক চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন এই মেলার উদ্বোধন করেন।

এ সময় ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, মডার্ণ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর হোসেন, জিএম আলমগীর হোসেন, আইডিইবির সভাপতি ইয়াসিন আলী, শৈলকুপা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সামায়ন হোসেন, ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাদিউজ্জামান, আবু সাইদ, মনির হোসেন ও হুমায়ন কবীর, মনিরুজ্জামন উজ্জাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহের ১১টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: জোহান ড্রিম ভ্যালি, জোহান এগ্রো ফুড, সিও, সৃজনী ফাউন্ডেশন, ওয়ালটন, এফএনএফ ফার্মাসিউটিক্যালস, সার্ফ এগ্রো, ফ্রিডম অ্যাডভান্সমেন্ট, আয়ান এন্টারপ্রাইজ ও ই-লানিং অ্যান্ড আর্নিং।

সকাল থেকে মেলাপ্রাঙ্গণে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি জমা দিচ্ছেন। ই-মেইল এবং স্ক্যান করে সিভি নেওয়া হচ্ছে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো মোবাইল সার্ভিসিং, অটোমোবাইল ফার্ম মেশিনারি, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, আইটি ও ওয়েব ডেভেলপমেন্ট পদের জন্য সিভি সংগ্রহ করছে।

ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলা ও গ্রাম থেকে শত শত শিক্ষিত যুবক মেলায় অংশগ্রহণ করেছেন। সাধুহাটী থেকে আসা আজমুস সাকিব জানান, তিনি অনার্স পড়ছেন এবং চাকরির জন্য মেলায় এসেছেন। তিনি তিনটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন।

ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা জানান, প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার একটি মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যাতে এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা নিজের কর্মজীবন গড়ে তুলতে পারেন এবং তাদের পরিবারে সচ্ছলতা আনতে পারেন। তিনি আরও জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে প্রায় তিনশো যুবক কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশে গেছেন, এবং সম্প্রতি ৪০ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি নিয়ে চীনে গেছেন।

মেলা আয়োজনের পাশাপাশি দুপুরে একটি "জব ফেয়ার সেমিনার" অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোহান এগ্রো ফুড প্রডাক্ট প্রা. লি. এর নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ বিসিকের ডেপুটি ম্যানেজার সেলিনা রহমান, আইডিইডির সভাপতি ইয়াসির আলী, ইন্সেটেক্টর সামায়ন হোসেন, আ. স. ম. আহসান উল্লাহ প্রমুখ।

ইএইচ

Link copied!