Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫,

চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

এপ্রিল ৩০, ২০২৫, ০৭:১৯ পিএম


চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন,"মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস বহন করে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা কোনো আপস করব না। 

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষা করাই আমাদের অঙ্গীকার। বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর, যেখানে শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন ও তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত হবে। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে ১ মে আয়োজিত শ্রমিক সমাবেশ হবে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন শক্তি যোগানোর মাইলফলক। এই সমাবেশ সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর নুর আহম্মদ সড়কে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। সভা সঞ্চালনা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, সাবেক যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, এম এম হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মো. মহসিন, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মো. জাফর আহম্মদ, একে খান, গাজী আইয়ুব, এম এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, মো. আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, কৃষক দলের সাধারণ সম্পাদক সাবের হোসেন টারজান, নগর জাসাস সভাপতি এম এ মুসা বাবলু এবং নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।

প্রস্তুতি সভা শেষে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সুস্থতা কামনায় দলীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় মহান মে দিবসের আদর্শ ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং মহানগরীর প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলসহ শ্রমিক সমাবেশে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

আরএস
 

Link copied!