মাগুরা প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৪১ পিএম
মাগুরা প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৪১ পিএম
মাগুরায় গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তবে সেমিনারে রাখা হয়নি বেশকিছু প্রথম সারির গণমাধ্যম কর্মীকে।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কয়েকটি সংগঠনের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। তবে সেই সংগঠনের সাংবাদিক দের এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের বক্তব্য দেওয়াতে কেন্দ্র করে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। সকলের চেষ্টায় সেটি পরে শান্ত হয়।
খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এ সেমিনারের আয়োজন করে।খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবিরের সভাপতিত্বে সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে গুজব ও অপতথ্য রোধের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন খুলনা পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মো.মেহেদী হাসান।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল। বক্তব্য রাখেন খুলনা পিআইডি’র সহকারি তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি, জেলা তথ্য অফিসার পাভেল দাস, প্রমুখ।সেমিনারে প্রথম শ্রেণীর গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪, সমকাল,দৈনিক যুগান্তর ,চ্যানেল ২৪ যমুনা টিভি, ডেইলি পোস্ট,বণিক বার্তা,আমাদেরসময়,আরটিভি,দৈনিক আমার সংবাদ,দীপ্ত টিভি ও খবরের কাগজসহ বেশ কিছু গণমাধ্যম কর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জেলার তথ্য অফিসার পাভেল দাস বলেন, তাদেরকে সেমিনারে আমন্ত্রণ জানানো হবে সেটি নির্ধারণ করেছে খুলনা অফিস। এ বিষয়ে আমার কিছু জানা নাই।
আরএস