ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৫, ০৮:৪৫ পিএম

দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য

ভোলার লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত দুই মাসব্যাপী অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অর্জন করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সময়ে মোট ১১২টি অভিযান পরিচালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

তিনি জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম কার্যক্রম চলাকালীন সময়ে ১৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে, যা স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।

এছাড়াও, ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে জেলেদের কাছ থেকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাইদুর রহমান আরও জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবারকার অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরাও এতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, “এ বছর জেলেরা আমাদের নজরদারির বাইরে গিয়ে তেমন একটা নদীতে নামতে পারেননি। যারা নামার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে মেঘনা ও তেঁতুলিয়ায় জাটকা সংরক্ষণে রেকর্ড সাফল্য অর্জিত হয়েছে।”

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “সীমিত জনবল সত্ত্বেও লালমোহন উপজেলা মৎস্য বিভাগ অসাধারণভাবে এই অভিযান পরিচালনা করেছে। এর মাধ্যমে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আমরা আশাবাদী।”

ইএইচ

Link copied!