Amar Sangbad
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫,

মাগুরায় ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচিতে ইউনিয়নবাসীর বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মে ২, ২০২৫, ০৩:১৮ পিএম


মাগুরায় ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচিতে ইউনিয়নবাসীর বিক্ষোভ

মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির অপসারণের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান কুতুবুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে খামারপাড়া বাজারে বিক্ষোভ ও পরে পরিষদ ঘেরাও করেন ইউনিয়নবাসী। সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, কুতুবুল্লাহ হোসেন স্থানীয় বাজার থেকে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায় করছেন এবং উন্নয়নের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এছাড়া তিনি দলীয় প্রভাব খাটিয়ে সরকারি সুবিধা বণ্টনে বৈষম্য করছেন এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা-নির্যাতনে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠে।

সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দার বলেন, “কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ক্ষমতার অপব্যবহার করে একাধিক মানুষকে মারধর করেছেন, যার মধ্যে অনেকেই পঙ্গু হয়ে গেছেন, কেউ কেউ নিহতও হয়েছেন।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, “চেয়ারম্যান কুতুবুল্লাহ আদালতের একটি রায়ের মাধ্যমে ছয় মাস সময় নিয়েছেন এবং বর্তমানে কোনো বেতনভাতা গ্রহণ করছেন না। কর্মসূচির বিষয়টি জেনেছি, আইন অনুযায়ী বিষয়টি দেখা হবে।”

ঘেরাও কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, জেলা যুবদলের সদস্য মিলন মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন মোল্যা, সাবেক ইউপি সদস্য আলিম খান, যুবদল নেতা টিপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!