ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মে ২, ২০২৫, ০৪:৩৫ পিএম

অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে এই কমিটি প্রকাশ করা হয়।

যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, মুখ্য সংগঠক আল মামুন লিখন ও মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ স্বাক্ষরিত কমিটিতে মেহেদী হাসানকে আহ্বায়ক এবং ওয়ালিদা অর্পাকে সদস্য সচিব করা হয়। মুখ্য সংগঠক হিসেবে রাকিব পাটোয়ারী ও মুখপাত্র হিসেবে সিয়াম হোসেনের নাম ঘোষণা করা হয়।

তবে এই কমিটি নিয়ে অভয়নগরজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, কমিটির শীর্ষ পদে থাকা অধিকাংশ ব্যক্তি আন্দোলনের সময় কোনো ভূমিকা রাখেননি। তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর উপজেলা প্রশাসনের কাছে নিজেদের ‍‍`সমন্বয়কারী‍‍` পরিচয় দিয়ে নেতৃত্ব দখল করেছেন এই ব্যক্তিরা।

এছাড়া, কমিটিতে রাজনৈতিক দলের চিহ্নিত কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। অনেকের নাম কমিটিতে থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানতেন না বলেও অভিযোগ এসেছে। একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত হওয়ায় কমিটির গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন, মোটা অঙ্কের বিনিময়ে যশোর জেলা কমিটির কিছু নেতা তাদের পছন্দের লোকদের বড় পদে বসিয়েছেন, যা নতুন করে বৈষম্য তৈরি করেছে।

আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী বিস্ময় প্রকাশ করে বলেন, “যারা মাঠে ছিল না, তারা কীভাবে নেতৃত্বে এলো?”

কমিটির মুখপাত্র সিয়াম হোসেন জানান, “কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউ আহ্বায়ক বা সদস্য সচিব হতে পারে না। আমি সে সিদ্ধান্ত মেনে নিয়েছি। ১৮ জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া অনেকেই এই কমিটিতে জায়গা পাননি।”

এদিকে, কমিটির মুখ্য সংগঠক হিসেবে ঘোষিত রাকিব পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়ে এ কমিটি প্রত্যাখ্যান করেছেন।

যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। মুখ্য সংগঠক আল মামুন লিখন ও মুখপাত্র ফাহিম আল ফাত্তাহকেও একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ইএইচ

Link copied!