Amar Sangbad
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫,

ঘাটাইলে বিএনপির উপজেলা ও পৌর শাখার কার্যালয় উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২, ২০২৫, ০৮:২৫ পিএম


ঘাটাইলে বিএনপির উপজেলা ও পৌর শাখার কার্যালয় উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঘাটাইল কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. এম. এ. সাত্তারসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!