কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ২, ২০২৫, ০৮:২৯ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ২, ২০২৫, ০৮:২৯ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালিয়াকৈর উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন। তিনি সভার সভাপতিত্বও করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ উদ্দিন যুবরাজ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য কিরণ মাহমুদ, রমজান আলী খান, সমশের তালুকদার, জামান মন্ডল, ওমর আলী, শহিদুল ইসলাম ও ইউনুস প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ইএইচ