Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

পিপিএম পদক পেলেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ৪, ২০২৫, ০৭:৩০ পিএম


পিপিএম পদক পেলেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (পিপিএম)-এ ভূষিত হয়েছেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘পুলিশ সেবা সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

এদিন আরও ৬১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিনা মাহমুদা।

এর আগে জেলাজুড়ে ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর পরবর্তী পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছিল। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই একাধিক চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে সফলতা দেখিয়েছেন।

পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “দেরিতে হলেও নিষ্ঠা ও সততার ফল পেলাম। এটি শুধু একটি সম্মান নয়, বরং এটি আরও বড় দায়িত্বও। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের রক্তের বিনিময়েই আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। সরকার যদি এভাবে সঠিকভাবে মূল্যায়ন করে, তাহলে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যই দায়িত্ব পালনে আরও উৎসাহিত হবে।”

পিপিএম পদকে ভূষিত হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন এ.এস.এম. মুক্তারুজ্জামান (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ), মো. মোস্তাফিজুর রহমান (সহকারী পুলিশ সুপার, শালিখা সার্কেল) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

প্রশংসিত সাহসিকতা, পেশাগত সততা ও দক্ষতার প্রতীক হিসেবে মিনা মাহমুদার দায়িত্ব পালনের ধরণ পুলিশ বাহিনীসহ গোটা রাষ্ট্রযন্ত্রের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ইএইচ

Link copied!