শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)
মে ৪, ২০২৫, ০৮:৩৪ পিএম
শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)
মে ৪, ২০২৫, ০৮:৩৪ পিএম
টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংগঠন ‘ঠিকানা’র উদ্যোগে অসহায়, বিধবা ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ‘১,০০০ দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর অংশ হিসেবে সপ্তম দফায় ৪৪টি ছাগল বিতরণ করা হয়। এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট ৫০০ নারীকে ছাগল প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। সংগঠনের প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ঠিকানা’র সদস্য মল্লিকা পারভিন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘ঠিকানা’ সংগঠনটি শুরু থেকেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে নানাবিধ সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ছাগল বিতরণের এই উদ্যোগের মাধ্যমে অনেক নারী ইতোমধ্যেই স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং সচ্ছল জীবনের পথে এগিয়ে যাচ্ছেন।
ইএইচ