পাবনা জেলা প্রতিনিধি
মে ৫, ২০২৫, ০১:০৪ পিএম
পাবনা জেলা প্রতিনিধি
মে ৫, ২০২৫, ০১:০৪ পিএম
পাবনায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাসুদ রানা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার মেরিল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের হারুন প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাসুদ রানা মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে পাবনা শহরের শালগাড়িয়ায় অবস্থিত তার পার্টনারশিপের ব্যবসা প্রতিষ্ঠান ফেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিল বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে পাকা রাস্তায় গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, মাসুদ রানা শালগাড়িয়ার ফেয়ার হাসপাতালে পার্টনারশিপে ব্যবসা করতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ইএইচ