Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

কুমিল্লা আদালতের কর্মচারীদের কর্মবিরতি

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মে ৫, ২০২৫, ০৪:৫৯ পিএম


কুমিল্লা আদালতের কর্মচারীদের কর্মবিরতি

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠনের দাবিতে কুমিল্লায় কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালিত হয়।

কর্মসূচি চলাকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নায়েব নাজির বিল্লাল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আব্দুল আজিজ, স্টেনোগ্রাফার মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশের সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জজ আদালতের নাজির মো. মুমিনুল ইসলাম।

বক্তারা বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হলেও শুধুমাত্র বিচারকদের জন্য পৃথক পে-স্কেল ও নিয়োগবিধি প্রণয়ন করা হয়েছে। অথচ একই দপ্তরে কর্মরত সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ বেতন কাঠামো অনুসরণ করা হচ্ছে।

তারা অভিযোগ করেন, সহায়ক কর্মচারীরা বিচারকদের সঙ্গে একত্রে কাজ করলেও তাদের বিচার বিভাগীয় ভাতা, অবকাশকালীন ছুটি বা ফৌজদারি আদালতের দায়িত্ব পালনের অতিরিক্ত ভাতা থেকে বঞ্চিত রাখা হয়েছে। অধিকাংশ কর্মচারী দীর্ঘ ২০-২২ বছর চাকরি করেও দ্বিতীয় শ্রেণির পদে পদোন্নতির সুযোগ পান না।

বক্তারা আরও বলেন, বর্তমানে অধিকাংশ জেলা জজ আদালতে প্রশাসনিক কর্মকর্তার (দ্বিতীয় শ্রেণির) মাত্র ২টি পদ রয়েছে, ফলে পদোন্নতির সুযোগ একপ্রকার রুদ্ধ হয়ে পড়েছে। অনেক কর্মচারী দীর্ঘ ৩৮-৪০ বছর চাকরি করে অবসর নিচ্ছেন, কিন্তু পদোন্নতি পান না।

তাদের দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে ৭ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত নতুন স্কেল চালুর দাবি জানান তারা।

ইএইচ

Link copied!