Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫,

ফেনী জেলা আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

মে ৬, ২০২৫, ০৪:২৭ পিএম


ফেনী জেলা আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) সন্ধ্যায় শহরের জেল রোডস্থ সমবায় সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজু ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার মামলার এজাহারভুক্ত আসামি। তিনি জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

সাজু দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জয়নাল আবদীন হাজারীর ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে শহরের জেল রোডে অবস্থিত সাজুর ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বিআরইউ

Link copied!