মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মে ৬, ২০২৫, ০৮:২৫ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মে ৬, ২০২৫, ০৮:২৫ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে নারী ও শিশুসহ ২০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ফেনসিডিল উদ্ধারও করেছে ।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার রাত ৭টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের মাধবখালী বিওপি এলাকার ধোপাখালী বাজারসংলগ্ন রাস্তা থেকে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. নাসির উদ্দিন হাওলাদার।মঙ্গলবার সকাল সাড়ে ৪টা থেকে সকাল ৯টার মধ্যে মহেশপুরের বিভিন্ন সীমান্ত পয়েন্টে টহল ও অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করাকালে ২০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে ৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৮ জন শিশু রয়েছে।
সকালে ৪টা ৫০ মিনিটে কুসুমপুর বিওপি এলাকায় মো. মোশারফ হোসেনের স’মিলের সামনে সোনাগাড়ী মোড় থেকে একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু আটক হন। আটক পুরুষের নাম শ্যাম্পু কুমার দাস (৩৩), বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।
অপরদিকে সকাল ৮টা ১০ মিনিটে বেনীপুর বিওপি এলাকার পিপুলবাড়িয়া গ্রামের এক আমবাগানের সামনে থেকে এক নারীকে আটক করা হয়।
এছাড়া সকাল ৯টায় কুমিল্লাপাড়া বিওপির অধীনে বাঘাডাঙ্গা গ্রামের মান্দারতলা মাঠে অভিযান চালিয়ে দুই পুরুষ ও এক শিশুকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন মো. মিজানুর রহমান (৪২), খুলনার তেরখাদা উপজেলার আনন্দনগরের বাসিন্দা এবং মো. সামাদ মোল্লা (২৯), নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা।
সবচেয়ে বড় অভিযানটি হয় বাঘাডাঙ্গা বিওপি এলাকায়। সকালেই বাঁশবাগানের ভেতর থেকে ২ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়। এদের মধ্যে ইনামুল মোল্ল্যা (৩৮), যশোরের অভয়নগর উপজেলার সোনাতলার বাসিন্দা এবং সুমন শেখ (২৭), নড়াইলের কালিয়ার কুঞ্জপুর গ্রামের বাসিন্দা।
মহেশপুর ৫৮বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আরএস