ফেনী প্রতিনিধি :
মে ৭, ২০২৫, ১২:৪৭ পিএম
ফেনী প্রতিনিধি :
মে ৭, ২০২৫, ১২:৪৭ পিএম
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা মামলায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দিন বাহারকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শাহজাহান সাজুকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম তাকে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন। সাজু চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মহিপালে আহত ব্যক্তির দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি জেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
শাহজাহান সাজুকে সোমবার রাতে শহরের জেল রোডের সমবায় সুপার মার্কেটস্থ ব্যক্তিগত চেম্বার থেকে আটক করে পুলিশ।
একইদিন নাছির উদ্দিন বাহারকে আদালতে হাজির করা হয়। চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মহিপালে আহত ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ২২ এপ্রিল ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট বাহার। ওইদিন আদালত জামিন শুনানির জন্য ৬ মে তারিখ ধার্য করেন।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, দুই আওয়ামী লীগ নেতাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। আদালতের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিআরইউ