Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

ফেনীতে হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ৭, ২০২৫, ০৮:৫৩ পিএম


ফেনীতে হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ফেনীতে হজযাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের একটি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে ‍‍`আনসারী ট্যুরস অ্যান্ড হজ কাফেলা‍‍`।

আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন আনসারীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হান্নান খন্দকারের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালিত হয়। এতে হজের বিভিন্ন স্তরের কার্যক্রম, মাসায়েল ও নিয়মনীতি বিষয়ে বিশদ ধারণা প্রদান করেন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাওলানা আবুল হাসনাত।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল হান্নান, বসুরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ, ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালী, মনির উদ্দিন ভুঞা দারোগাবাড়ি জামে মসজিদের খতিব সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী, রাজনৈতিক ব্যক্তিত্ব জিল্লুল্লাহীল বাকী আফলাতুন, নজরুল ইসলাম কামরুল এবং সাংবাদিক আরিফুল আমিন রিজভী ও জাকির হোসেন সাহেদ।

কর্মশালায় শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের হজবিষয়ক সঠিক জ্ঞান প্রদানই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

ইএইচ

Link copied!