ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

সোনারগাঁওয়ে বাম্পার লিচু ফলনে বাগান মালিক ও কৃষকের মুখে হাসি

পনির ভূইয়া, সোনারগাঁও (নারায়নগঞ্জ)

পনির ভূইয়া, সোনারগাঁও (নারায়নগঞ্জ)

মে ৮, ২০২৫, ০৯:২৭ পিএম

সোনারগাঁওয়ে বাম্পার লিচু ফলনে বাগান মালিক ও কৃষকের মুখে হাসি

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় পাকতে শুরু করেছে রসালো জাতের কদমী,চায়না-৩, পাতি লিচু।বাগান মালিক সহ লিচু চাষীদের মুখে ফুটতে দেখা গেছে আনন্দের হাসি।

সরজমিনে দেখা যায়, উপজেলার মোগরাপাড়া, সাদীপুর, বৈদ্যের বাজার, আমিনপুর পৌরসভা, বারদী, জামপুর, কাচপুর ও সনমান্দী ইউনিয়নে সরজমিনে গিয়ে চোখে পরেছে এ দৃশ্য। 
বাগান মালিকদের দাবি সবকিছু ঠিক থাকলে প্রতি বছরের ন্যায় এবারও তারা অনেক মুনাফা লাভের আশা করছেন।

আমিনপুর পৌরসভার নোয়াইল দুলালপুর এলাকার   বাগান মালিক শাহজাহান প্রধান বলেন,  এবার লিচুর বাম্পার ফলন হয়েছে, তবে সময়মতো বৃষ্টি না হওয়ার লিচু কিছুটা কম ফুলেছে।

বৈদ্যেরবাজার ইউনিয়ন মনারবাগ এলাকার লিচু চাষি মাসুদ কামাল বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সঠিক সময়ে কীটনাশক ও ভিটামিন জাতীয় ঔষধ দেয়ায় এবার লিচুর ফলন ভালো হয়েছে। এখন লিচু পাকা শুরু হয়েছে। আমরা বিক্রি শুরু করেছি।

সনমান্দী ইউনিয়নের লিচু বাগান মালিক জাফর ভুইয়া জানান, লিচু পাকা শুরু হয়েছে। আমরা ১০০ লিচু ৫ থেকে ৬ শত টাকা দরে বিক্রি করছি।  প্রাকৃতিক দুর্যোগ বা শিলা বৃষ্টি না হলে আশা করি খুবই ভালো হবে এবার।

পানাম এলাকার লিচু চাষি ইব্রাহিম মিয়া বলেন, সারা বাংলাদেশের মধ্যে সোনারগাঁওয়ের কদমী লিচুর চাহিদা অনেক বেশি। এ লিচু সোনারগাঁও, ঢাকা ও আশপাশের জেলার চাহিদা মেটানো সহ দেশের বাহিরেও রপ্তানি করা হয়। এবারও আশা করছি এর ব্যতিক্রম হবেনা। তিনি আরো বলেন  রসালে সুস্বাদু লিচুর জন্য
সকল লিচু প্রেমীদের সোনারগাঁও আসার জন্য আহ্বান জানান তিনি।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা  মো. মাসুদ রানা জানান, এবছর উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১০৭ হেক্টর  জমিতে  বাগানে লিচু চাষাবাদ করেছেন বাগান মালিক ও লিচু চাষীরা।
আমরা সকল কৃষকদের পরামর্শ সহ সময়মতো  সার ও ঔষধ সরবরাহ করেছি।

সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক জানান,  গতবছর ২৮০ টি বাগান থেকে বিভিন্ন জাতের  প্রায় ৯ কোটি টাকা লিচু বিক্রি করা হয়েছে বাগান মালিকরা। সোনারগাঁওয়ের লিচু একটু আগে পাকে তাই কৃষক ও বাগান মালিকরা বেশি লাভ পায়।  আশা করছি এবারও কৃষক ও বাগান মালিকদের গতবারের চেয়ে বেশি মুনাফা আসবে।

আরএস
 

Link copied!