দিনাজপুর প্রতিনিধি
মে ৯, ২০২৫, ০৫:৫৯ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মে ৯, ২০২৫, ০৫:৫৯ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় স্টেশন রোড মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক একরামুল হক আবীর বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান হবে না। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
বিক্ষোভ সমাবেশে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদ, দমন-পীড়ন ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ এনে দলটি নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ রেজা, স্নিগ্ধ, ইসলামিক ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান, কার্যনির্বাহী সদস্য হাসিবুল ইসলাম, সদর উপজেলা সভাপতি জুনায়েদ, গণঅধিকার ছাত্র পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন এবং ইসলামিক ছাত্রশিবিরের সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আলীসহ অনেকে।
ইএইচ