Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

শিবগঞ্জে আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

মে ১০, ২০২৫, ০৭:১৩ পিএম


শিবগঞ্জে আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোড, নাগরবন্দরে আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেন্টারের পরিচালক এম. ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুর রহমান, আবু নাইচ, জাহিদ ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেশ ইমাম মাওলানা আনিছুর রহমান।

পরিচালক এম. ফরহাদ বলেন, “আমাদের এই প্রতিষ্ঠান যেন মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং দীর্ঘদিন টিকে থাকে, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

ইএইচ

Link copied!