ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
মে ১০, ২০২৫, ০৮:৪৩ পিএম
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
মে ১০, ২০২৫, ০৮:৪৩ পিএম
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম রসুল পান্ডুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পৌরসভার সরদার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
গোলাম রসুল পান্ডু ভাঙ্গুড়া পৌরসভার সরদার পাড়া এলাকার প্রয়াত ইয়াসিন আলীর ছেলে।
ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোলাম রসুল পান্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ