মাসুদ রানা, ধামরাই (ঢাকা)
মে ১০, ২০২৫, ০৮:৫০ পিএম
মাসুদ রানা, ধামরাই (ঢাকা)
মে ১০, ২০২৫, ০৮:৫০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গণঅর্থায়নে ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় বালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অর্থায়নে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রায় দুই হাজারের বেশি মানুষ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আরিফুল ইসলাম আরিফ শৈশব থেকেই মেধাবী, সৎ ও ভদ্র ছাত্র হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়ন করার সুযোগ পান এবং ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তিনি নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। তার সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবে তাকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এই সম্মাননা একজন মেধাবী, আদর্শবান নেতার সঠিক মূল্যায়নের প্রতিফলন। তিনি শুরু থেকেই গ্রামের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। আশা করা হচ্ছে, ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে কাজ করবেন।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, ধামরাইয়ের খাগুটিয়া গ্রামেই সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের জন্ম। তার পরিবারের বিএনপিতে রয়েছে ঐতিহাসিক ভূমিকা। সেই ধারাবাহিকতায় এই গ্রামের আরেক সন্তান আরিফুল ইসলাম আরিফ কেন্দ্রীয় ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে আয়োজিত এই সংবর্ধনা একটি ব্যতিক্রমী ও অনন্য উদাহরণ।
সংবর্ধনায় বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি অলিউজ্জামান সোহেল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এইচ এম লুৎফর রহমান, ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী ইমাম, সূতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম আকরাম, তীতুমীর কলেজ ছাত্রদলের নেতা সানিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাপনী বক্তব্যে আরিফুল ইসলাম আরিফ বলেন, “জাতীয়তাবাদী আদর্শে শহীদ জিয়ার রাজনীতিকে হৃদয়ে ধারণ করি। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এলাকাবাসীর এই ভালোবাসা ও সংবর্ধনা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই।”
ইএইচ