ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পাবনায় পদ্মার তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

মে ১২, ২০২৫, ১১:৩০ এএম

পাবনায় পদ্মার তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

পাবনায় পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে ৮টি ড্রাম ট্রাক ও ৪টি স্কেভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় সেনাবাহিনী, এনএসআই-এর সহকারী পরিচালক, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন— জুয়েল (৪০), হৃদয় (২৮), মারুফ (৪০), বাবু মণ্ডল (৪০), বাপ্পি (৩২), হযরত আলী (২৯), মক্কার প্রামাণিক (৬২), রবিউল ইসলাম (৪৩), জমির হোসেন (৩৫), সাহাবুল ইসলাম (৪২), নাহিদ পারভেজ (৩৫), সাব্বির হোসেন (২৮), পান্না (৩২), এবং সাইফুল (৩৫)। তাদের সবার বাড়ি পাবনা জেলার বিভিন্ন এলাকায়।

পাবনার চরাঞ্চল, বিশেষ করে চরঘোষপুর, দেশের অন্যতম সবজি উৎপাদন অঞ্চল। এসব ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে, যা পরিবেশ ও কৃষিকাজের মারাত্মক ক্ষতি করছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, মাটি বহনকারী ট্রাক্টরের কারণে সড়ক দুর্ঘটনার হারও বেড়েছে। এ ধরনের কার্যকলাপ রোধে আমাদের অভিযান চলমান থাকবে।”

ইএইচ

Link copied!