Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

সোনা চোরাচালান বিরোধের জেরে গুলি করে হত্যাচেষ্টা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মে ১২, ২০২৫, ১২:০৯ পিএম


সোনা চোরাচালান বিরোধের জেরে গুলি করে হত্যাচেষ্টা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সোনা চোরাচালান নিয়ে পুরনো বিরোধের জেরে ইব্রাহীম (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। তিনি গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান এবং বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইব্রাহীম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রোববার রাত ৯টার দিকে বাঘাডাঙ্গা গ্রামের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনা চোরাচালান সংক্রান্ত অর্থনৈতিক বিরোধের জেরে ২০২৪ সালের ১৭ জানুয়ারি মন্টু ও তার ভাতিজা শামিমকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার অন্যতম আসামি ছিলেন ইব্রাহীম। রবিবার রাতে বাড়ির পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় প্রতিপক্ষের রফিকুল ইসলাম রাফি ও তার ভাতিজা চঞ্চল মিয়া হত্যার প্রতিশোধ নিতে ইব্রাহীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা ইসহাক আলী বলেন, সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব থেকেই ডাবল মার্ডারের ঘটনা ঘটে, যার ধারাবাহিকতায় ইব্রাহীমের ওপর হামলা হয়েছে।
আরেক স্থানীয় শাহজাহান আলী জানান, হত্যার প্রতিশোধ নিতেই ইব্রাহীমকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

বাঘাডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য ওবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই ইব্রাহীমকে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ ও পুরনো হত্যাকাণ্ডের জের ধরেই এই গুলির ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!