আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মে ১২, ২০২৫, ০৪:১৫ পিএম
আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মে ১২, ২০২৫, ০৪:১৫ পিএম
ময়মনসিংহে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে ৩০ জন নারী, পুরুষ ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই হুইলচেয়ার বিতরণ করা হয়।
সোমবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, কনসালটেন্ট ডা. গোলাম মোস্তফা ও ডা. শরীফ আহমেদ, ফিজিওথেরাপিস্ট নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী ও তাদের অভিভাবকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে চলাফেরা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত নানাবিধ সহায়তা দিয়ে যাচ্ছে, যার অংশ হিসেবেই এই হুইলচেয়ার বিতরণ কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
ইএইচ