ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

ময়মনসিংহে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ১২, ২০২৫, ০৪:৩৫ পিএম

ময়মনসিংহে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের বাসিন্দা রাকিবুল হাসান রাজিব জমি দখল ও মিথ্যা মামলায় তার নিরপরাধ বাবা মো. হাবিবুর রহমানের কারাবন্দির অভিযোগ তুলে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন।

রোববার বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভূমিদস্যু চর ঈশ্বরদীয়া ইউনিয়ন বিএনপি নেতা ইয়াহিয়া হোসেন শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোছা. হেলেনা বেগম ও মো. আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।

রাকিবুল জানান, ২০০৭ সালে তার বাবা মো. হাবিবুর রহমান পরিবারিক প্রয়োজনে শাহীনের কাছে ৩৮ শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু ২০১৯-২০ সালে তাদের অনুপস্থিতিতে শাহীনের পক্ষ থেকে অতিরিক্ত ১০ শতাংশ জমি দখল করে সেখানে একটি ফিলিং স্টেশন স্থাপন করা হয়।

২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে শাহীন জমি লিখে নেওয়ার জন্য তার বাবাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। তার বাবা রাজি না হওয়ায় ১২ নভেম্বর একটি মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়, এবং এখনো তিনি সেখানে বন্দি।

রাকিবুল আরও জানান, শাহীন জানুয়ারিতে তাদের আরও ১৪ শতাংশ জমি এবং পাশের আনোয়ার হোসেনের ৬ শতাংশ জমি সশস্ত্র লোক দিয়ে দখল করেন। পরে স্থানীয়দের সহায়তায় জমি উদ্ধার করা হলেও, পাল্টা মামলা দিয়ে তারা পুনরায় হয়রানি শুরু করেন। পুলিশের পক্ষ থেকেও নিরপেক্ষ আচরণ না পাওয়ার অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে রাকিবুল তার দাবিগুলি তুলে ধরেন- ইয়াহিয়া হোসেন শাহীনকে অবিলম্বে গ্রেপ্তার করা, মিথ্যা মামলায় কারাবন্দি তার বাবার মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ পুলিশি তদন্ত, দখলকৃত জমি পুনরুদ্ধারে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ ও ভূমিদস্যুর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন এই অনিয়মের চিত্র তুলে ধরে নির্যাতিত পরিবারটির পাশে দাঁড়িয়ে জনমত তৈরি করতে সহায়তা করেন এবং আইনগত সহযোগিতা পেতে সাহায্য করেন।

ইএইচ

Link copied!