Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

মে ১২, ২০২৫, ০৫:৩৯ পিএম


রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

চট্টগ্রামের রাউজান পৌরসভায় গত সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে গেলে ক্ষতিগ্রস্ত হন বেশ কয়েকটি পরিবার। 

ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি। দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. জসিম, মো. ফরিদ, মো. দুলাল, মো. ছগির, মো. ইমাম, আব্দুস সালাম, মো. ইদ্রিস, নুরুল ইসলাম এবং মো. নিজাম বলেন, "বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে প্রমাণ করেছে তারা সত্যিকারের জনগণের দল।"

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, বিএনপি নেতা আহমদ শুকাণ, কামরুল হাসান কচি, হাবিব হোসেন, মুহাম্মদ সালাউদ্দিন, হান্নান চৌধুরী, খন্দকার মো. হোসেন, নিজাম উদ্দিন আহমেদ সোহাগ এবং রেজাউল সাজ্জাদ চৌধুরী।

নেতৃবৃন্দ এ সময় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যেকোনো দুর্যোগে অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য।

ইএইচ

Link copied!