জাহিদ হাসান, মাদারীপুর
মে ১২, ২০২৫, ০৭:৪২ পিএম
জাহিদ হাসান, মাদারীপুর
মে ১২, ২০২৫, ০৭:৪২ পিএম
মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম তালুকদার (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (১২ মে) সকালে শিবচর উপজেলা পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম তালুকদার শিবচর উপজেলা পাঁচ্চর ইউনিয়ন হাজীপুর গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
ভুক্তভোগী পরিবার জানান, দীর্ঘ দিন ধরে রফিকুল ইসলাম তালুকদারের সাথে তার চাচা আমিনুর ইসলাম তালুকদারের জমি নিয়ে বিরোধ চলছিলো। রফিকুল ইসলাম তালুকদার সোমবার সকালে নিজ জমিতে কাজ করতে গেলে দলবল নিয়ে এসে বাঁধা দেয় তার চাচা আমিনুল ইসলাম তালুকদার। সেসময় রফিকুল ও চাচা আমিনুলের সাথে বাকবিতান্ডা হয়। এর এক পর্যায় চাচার সাথে থাকা শহিদুল ইসলাম তালুকদার, হাসিবুল ইসলামসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন মিলে হামলা করে কোপাতে শুরু করে। রফিকুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওদের হাত থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
আহত রফিকুল ইসলাম জানান, আমি বিদেশে ছিলাম। আগে থেকেই জমি নিয়ে চাচার সাথে আমাদের বিরোধ ছিল। আমি যে জমিতে কাজ করছিলাম সেই জমি আমরা অনেকদিন ধরে ভোগদখলে আছি। হঠাৎ করে চাচা এসে এই জমি তার দাবি করে। এ নিয়ে চাচার সাথে আমার তর্কাতর্কি হয়। সেসময় তার সাথে থাকা শহিদুল, হাসিবুলসহ ৫/৬ জন আমাকে মারধর ও কোপাতে শুরু করে। আমি চিৎকার দিয়ে লোকজন এসে আমাকে শিবচর হাসপাতালে ভর্তি করে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত আমিনুর ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরএস