Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মে ১২, ২০২৫, ০৭:৪৪ পিএম


কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছে। এসময় আহত হয় এস আই সাইফুর রহমান। 

রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা টু সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত র‍্যাব সদস্যে গাইবান্ধা ১৩ ক্যাম্পের  কনস্টেবল  আবু বক্কর সিদ্দিক(২৭)  কুষ্টিয়া জেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের  মো:শওকত আলী ও,মাতা মোছা:মাকছুদা বেগমের সন্তান। এ-সময় আহত হয় এস আই সাইফুর রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় রোববার রাতে সাদুল্লাপুর থেকে তথ্য সংগ্রহ করে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় কাল বৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে সে গুরুতর আঘাত হয়  পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়। পরে সেখানে চিকিৎসক আবু বক্কর সিদ্দিক কে মৃত্যু ঘোষণা করেন। এ সময় সাথে থাকা আরেক র‍্যাব সদস্যও সাইফুল ইসলাম  গুরুতর  আহত হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল জানান, র‍্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক (২৭) -কে রোববার রাত ১০.৪৫ মিনিটে হাসপাতালে  নিয়ে আসা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখি ঝড়ে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তবে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা তা জানা নেই।

আরএস

Link copied!