ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২২ জুন, ২০২৫
Amar Sangbad

বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইব্রাহীম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

ইব্রাহীম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

মে ১২, ২০২৫, ০৮:১৮ পিএম

বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ মধ্যম পাড়ায় অবস্থিত বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- অনুষ্ঠিত। 

সোমবার (১২ মে) সকাল সাড়ে দশ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বায়তুশ শরফ সমূহের পরিচালক মাওলানা ফোরকান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বাহার উদ্দিন সরকার, ইউসুফ নবী, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও হুমায়ুন কবির মুসা। 

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনা বাংলা, ইংরেজি ও আরবিতে বক্তব্য, হামদ - নাত, জানাজার নামাজের ছায়া দৃশ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভা শেষে ২০২৫ সালের মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। 

সভায় বক্তারা বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম (প্রকাশ নাজেম হুজুর) এর কথা স্মৃতি চারণ করেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের সফলতা নিয়ে উচ্চ প্রশংসা করেন এবং মাদ্রাসা শিক্ষায় বর্তমান প্রজন্মকে শিক্ষিত করার বিষয়ে তাগিদ প্রদান করেন। মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের সদস্যবৃন্দদের প্রতি সুনজর রাখার আহ্বান জানালে তাদের বক্তব্যে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের বিষয়ে চেষ্টা করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। 

পরে আগত অতিথিদের মাঝে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আরএস

Link copied!