Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৮ জন আটক

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

মে ১২, ২০২৫, ১১:৪২ পিএম


মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৮ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৫৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- ঢাকা জেলার টঙ্গীবাড়ি থানার কালিবাড়ি গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ইকবাল (২৩), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে সজিব শেখ (৩৭), ঢাকার শাহ আলী থানার নিউসি এলাকার নুর গাজীর ছেলে সানি (৩৮), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পাঠামারা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লাহ (২৩), নড়াইলের লোহাগড়া থানার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতি গ্রামের মান্নান শেখের ছেলে সুজন শেখ (৪১), যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের খাইবার মোড়লের ছেলে ইসরাইল হোসেন (৪৫), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার নাদামপুর গ্রামের আছকির আলীর ছেলে জাকির হোসেন (২২), একই গ্রামের নুর মিয়ার ছেলে মুনসুর মিয়া (২৮), জালাল শেখের ছেলে ইজাজুল শেখ (৪৫), নড়াইল জেলার কালিয়া থানার ইউছুফ শেখের ছেলে ফেরদৌস শেখ (২১),
শুকুর মোল্লার ছেলে রবিউল ইসলাম (৩২) ও পেড়লি গ্রামের বিল্লাল ফকিরের ছেলে শাকিল (২৩)।

বিজিবি জানায়, উপজেলার শ্যামকুড়, খোশালপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা ও লড়াইঘাট সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৮ জন নারী ও ২৬ জন শিশু রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

ইএইচ

Link copied!