ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২২ জুন, ২০২৫
Amar Sangbad

পুলিশের লোগোতে ‘নৌকা’ প্রতীক, মাগুরা সদর থানার গেট ঘিরে বিতর্ক

মাগুরা প্রতিনিধি:

মাগুরা প্রতিনিধি:

মে ১৪, ২০২৫, ০২:০০ পিএম

পুলিশের লোগোতে ‘নৌকা’ প্রতীক, মাগুরা সদর থানার গেট ঘিরে বিতর্ক

মাগুরা সদর থানার মূল ফটকে থাকা পুলিশের লোগোতে নির্বাচনী প্রতীক ‘নৌকা’ দৃশ্যমান হওয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতীকে রাজনৈতিক প্রতীক যুক্ত হওয়ায় বিষয়টি ঘিরে উঠেছে নানা প্রশ্ন, তৈরি হয়েছে বিতর্ক।

সম্প্রতি থানার প্রধান ফটকের রঙ ও নকশা নবায়নের সময় পুলিশের লোগোতে একটি নৌকার চিত্র অঙ্কিত হয়। যা দেশের একটি রাজনৈতিক দলের—আওয়ামী লীগের—নির্বাচনী প্রতীক হওয়ায় সেটি সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা বলছেন, এটি শুধু একটি চিত্রায়নের ভুল নয়, বরং এতে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। মাগুরা থানা পাড়া এলাকার প্রবীণ বাসিন্দা মনজুরুল ইসলাম বলেন, ‘পুলিশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাদের প্রতীক বা পরিচয়ে রাজনৈতিক বার্তা থাকাটা অনভিপ্রেত।’

মানবাধিকারকর্মী হারুন রশীদ বলেন, ‘এটি নিছক ভুল, নাকি উদ্দেশ্যপ্রণোদিত—তা খতিয়ে দেখা প্রয়োজন। রাষ্ট্রীয় লোগোতে রাজনৈতিক প্রতীক যুক্ত হওয়া আইনত ও নীতিগতভাবে গুরুতর বিষয়।’

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘লোগোতে নৌকা থাকা অনাকাঙ্ক্ষিত। এটি চিত্রশিল্পীর অনিচ্ছাকৃত ভুল। পূর্বের একটি ভুল নকশা অনুসরণ করে এঁকেছেন তিনি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা সংশোধনের উদ্যোগ নিয়েছি।’

মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম বলেন, ‘সদ্যপ্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলার যেসব স্থানে পুরোনো নকশার লোগো রয়েছে, তা অপসারণ করা হচ্ছে। মাগুরা সদর থানার গেটের লোগোও দ্রুত পরিবর্তন করা হবে।’ তিনি জানান, পুরো বিষয়টি তদন্তাধীন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, পুলিশের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতীক ব্যবহারের সুযোগ নেই। তাঁরা ঘটনার স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিআরইউ

Link copied!