লালমনিরহাট প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৪:৪৬ পিএম
লালমনিরহাট প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৪:৪৬ পিএম
লালমনিরহাটে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ‘হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)’ প্রকল্পের স্কেল-আপ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে এই সফর ও মতবিনিময় সভার আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত এইচভিইউপি প্রকল্পটি ২০২২ সালের নভেম্বর থেকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ও সারপুকুর ইউনিয়ন এবং সদর উপজেলার লালমনিরহাট পৌরসভা, হারাটি, মহেন্দ্রনগর, মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নে পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি (WASH), পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে আসছে।
প্রকল্পের ইতিবাচক ফলাফলের ভিত্তিতে এর আওতা সম্প্রসারণ করে আদিতমারী উপজেলার দুর্গাপুর ও সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নেও কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সফরে দুর্গাপুর ও বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, ইএসডিও বিডি রুরাল ওয়াস প্রকল্পের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সফরকালে মোগলহাট ইউনিয়নের প্রকল্পভুক্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরবর্তী মতবিনিময় সভায় বক্তারা বলেন, এইচভিইউপি প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। এতে করে স্বাস্থ্যঝুঁকি কমেছে এবং জীবনমানের উন্নয়ন ঘটেছে।
বক্তারা আরও বলেন, মোগলহাট ইউনিয়নে সমন্বিত প্রচেষ্টার যে দৃষ্টান্ত দেখা গেছে, তা নিজেদের ইউনিয়নেও বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হওয়া সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক শেখা, কার্যকর উদ্যোগ অনুকরণ এবং স্বাস্থ্যসম্মত ও টেকসই কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মোগলহাট, দুর্গাপুর ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিনিধি, ইএসডিও-এইচভিইউপি ও বিডি রুরাল ওয়াস প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইএইচ