Amar Sangbad
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫,

কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ১৪, ২০২৫, ০৫:০৪ পিএম


কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

বুধবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ-এর আয়োজনে টেরেডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন লাইট হাউজ-এর প্রধান নির্বাহী মো. হারুন-অর-রশীদ।

প্রশিক্ষণে দুর্যোগকালীন রিপোর্টিং ও জেন্ডারভিত্তিক সংবেদনশীলতা বিষয়ে বক্তব্য দেন- প্রকল্প সমন্বয়কারী (প্রোজেক্ট কো-অর্ডিনেটর) জাহাঙ্গীর আলম, দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি সৈয়দ আশরাফ উল ইসলাম।

আয়োজকেরা জানান, সংবাদকর্মীদের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো—দুর্যোগকালীন সময়ে সংবাদ পরিবেশনের সময় নারীদের প্রতি সংবেদনশীলতা বজায় রাখা এবং জেন্ডারভিত্তিক বৈষম্য রোধে ভূমিকা রাখা।

ইএইচ

Link copied!